
নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের হাছি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ শফির ছেলে ইসমাইল (৩৮), আমিনুল হকের ছেলে সৈয়দ (৪০), আব্দুল খালেক মোহাম্মদ ইউসুফ (৫০)। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বিকাল সন্ধ্যায় অজ্ঞাত সূত্রপাত থেকে আগুন লেগে একে একে তিনটি বসতঘর পুড়ে যায়। এর মধ্যে একটি পাকা ঘর এবং দুটি সেমি পাকা ঘর। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হতে পারে বলে ধারণা স্থানীয়দের৷ রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। নোয়াপাড়ার ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেন।