রাউজানের নোয়াপাড়ায় অস্ত্র সহ এক ব্যাক্তি আটক

IMG 20231201 WA0001 scaled

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

এম কামাল উদ্দিন : চট্টগ্রামের রাউজানের দক্ষিণ নোয়াপাড়ায় মো: মুসলিম (৪৭) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দক্ষিণ পাশ্বে সামমাহালদার পাড়া গ্রামীণ রাস্তার ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুনলা বিশিষ্ট একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সেই একই  ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাওলানা  খায়েজ আহম্মদ শাহ বাড়ির মৃত মফজল আহম্মদের পুত্র। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই টুটুন মজুমদার জানান, বৃহস্পতিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises