নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্তের সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব কুমার ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য বিকাশ দাশ, শিক্ষানুরাগী সদস্য রাজীব কুমার দত্ত, অভিভাবক সদস্য, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, আশালতা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রাজীব বিশ্বাস, শিক্ষানুরাগী লিয়াকত আলী, অভিভাবক সদস্য মো: হারুণ, সাধন দত্ত, বাবুল মিয়া, লাকী আক্তার। আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin