নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের ঐতিহাসিক হলদিয়া-ডাবুয়ার ২৪ তম জশনে জুলুছ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্টিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত জুলুস সকাল ৮টায় উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে দোস্ত মোঃ সড়ক,আমিরহাট বাজার প্রদক্ষিণ শেষে মোহাম্মদীয়া কমিউনিটি পার্কে আলোচনা সভা,মিলাদ কিয়াম,মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। জুলুসের নেতৃত্ত দেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)। মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। বৃষ্টি উপেক্ষা করে জুলুছে অংশ গ্রহনকারী শত শত আশেকে রাসুল গণের নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ(স.),সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী(স.),নাতে রাসুল,দরুদ শরিফের ধ্বনীতে সমগ্র এলাকা মুখরিত হয়। জুলুছ পরবর্তী মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)। বাস্তবায়ন কমিটির মহাসচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনছুর উদ্দীন নেজামির সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা ইদ্রিছ আনসারি।। আরো বক্তব্য রাখেন আল্লামা কাজী সাইদুল আলম খাকী,অধ্যাপক আল্লামা ওয়াহিদুল আলম জাফর,আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আযহারী, আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,মাওলানা শামসুল আলম নঈমি,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন জীবন ,মাওলানা আহমদ হোসেন রেজভী,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালামত রেজা কাদেরী,মোঃ জামাল কোম্পানী, মাওলানা দিদার নূরী।উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল কুদ্দুছ,গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাহালম,সুপার মাওলানা নুরুল আবছার রেযভী,মাওলানা আবুল বশর মাইজ ভান্ডারী,মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর, মাওলানা রফিকুল ইসলাম রেজভী,যুবসেনা নেতা মুহাম্মদ আলমঙ্গীর, মোঃ নুরুল হায়দার,মাওলানা সোলায়মান চৌঃ, হাফেজ ওমর ফারুক,শাহাবু সওদাগর,মোঃ জাহাঙ্গীর আলম সিকদার,বিএনপি নেতা সৈয়দ মোঃ কামাল উদ্দিন,মাওলানা জাফর আলম নুরী,সমাজ সেবক মোঃ করিম উদ্দিন,সৈয়্যদ মাওলানা গিয়াস উদ্দিন,মাওলানা মাসুমুর রশিদ কাদেরী,মাস্টার মোঃ জামাল উদ্দিন,শেখ মোঃ জাহাঙ্গীর আলম,মাওলানা মাসুম রেযা কাদেরী,বিএনপি নেতা মোঃ নুরুল আলম,যুবদলনেতা মোঃ ইউছুফ,প্রবাসী মোঃ রুবেল,মোঃ নুরুল হায়দার,হক কমিটির মোঃ মামুন মিয়া,মাওলানা মোরশেদ রেজা কাদেরী,মুহাম্মদ মমতাজ উদ্দিন,মুহাম্মদ ওসমান গণী,নাজিম উদ্দিন মাইজভান্ডারী,মাওলানা জিলহাজ উদ্দিন,শায়ের মাওলানা আবদুল মাবুদ, মাওলানা তাজ মোঃ রেজভী,মাওলানা ওসমান গনী কাদেরী,মাওলানা মেজাম্মেল হোসাইন,মাওলানা কুতব উদ্দিন,মাওলানা মিনহাজ,মাওলানা জোনায়েদ কাদেরী,মুহাম্মদ জাবেদ,মাওলানা রাশেদ রেজা, মাওলানা নঈমুল হক,মাওলানা ইকবাল হোসেন,শায়ের হাফেজ মিনহাজ প্রমুখ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin