রাউজানের উরকিরচরে জামায়াত ইসলামী’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

Messenger creation 5FA4576C 08EC 4C5D 8B65 5C25BBBB0E01

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : বাংলাদেশ জামায়াত ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উরকিরচর ইউনিয়ন শাখার সহ সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আমির মুহাম্মদ শাজাহান মন্জু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক  বেলাল মোহাম্মদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি নাজিমুউদ্দীন আল আজাদ, স্বাগত বক্তব্য রাখেন উরকিচর ইউনিয়ন শাখার সভাপতি করিম উল্লাহ, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক  আতাউল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন আছাদুজ্জামান রনি, নুরুল আজিজ, তৈয়ব উদ্দিন, আবদুর রহমান, প্রমুখ্য, প্রধান অতিথি বলেন জামায়াত ইসলামী হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন এবং মানুষের ন্যয়ায্য অধিকার ফিরিয়ে পেতে কাজ করে যাচ্ছেন এসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন নেতৃবৃন্দ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises