নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন ইমুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ ষড়যন্ত্র ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। জানা যায়, রাউজানের পরিচ্ছন্ন রাজনীতির উদীয়মান যুবনেতা আজিজ উদ্দিন ইমু সামাজিক ও মানবিক কর্মকান্ডে বিগত ৩০ বছর নিজেকে নিয়েজিত রেখেছেন। ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে শান্তির রাউজান গড়ার প্রত্যয় নিয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে দলের হাল ধরেন তিনি। একই সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুরু করেন সাংগঠনিক ও সামাজিক কর্মকান্ড। এসব কর্মকান্ডে ঈষার্ণিত হয়ে একটি দুস্কৃতিকারী মহল অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কার্যনিবাহী সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু যুবদল নেতা আজজিজ উদ্দিন ইমুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দলের দুরসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাবেক স্বৈরশাসক শেখ হাসিন পতনে অগ্রণী ভূমিকা পালন করেছে। অবৈধ হাসিনা আমলে মিথ্যা মামলা নিয়ে কারা বরণ করেছে বছরের পর বছর। শেখ হাসিনার পতন হলেও তাঁর দোসর কর্তৃক ভিক্তিহীন মামলা দিয়ে আজিজ ভাইকে আবারো লাঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কুচক্রী মহল যতই শক্তিশালী হোক না কেন, রাউজানের সকল জাতীয়তাবাদী শক্তি যেকোন ষড়যন্ত্র প্রতিহত করবে। অপরদিকে রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন ইমুর বিরুদ্ধে মিথ্যা মামলা ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন রাউজান সদর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর স্থানীয় একটি ইটভাটায় সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় রাউজান থানায় একটি মামলা দায়ের হয়। ঐ মামলায় ২৪ ডিসেম্বর ১নং আসামী করা হয় আজিজ উদ্দিন ইমুকে। উল্লেখিত ঘটনার সময় তিনি ওমরা হজ¦ করতে মদিনায় ছিলেন। জানা যায়, ১৯ ডিসেম্বর আজিজ উদ্দিন সৌদি আরবের উদ্দ্যেশে ঢাকা ছাড়েন তিনি। এমন গায়েবী মামলায় তাঁকে আসামী করায় রাউজান জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin