নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত সিএনজি অটো রিকশাটিও উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. খোকন (৩০) ও মো. আওলাদ হোসেন (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের কর্ণফুলী এলাকার মইজ্জ্যার টেক এস আলম ফ্যাক্টরির সামনে থেকে যাত্রী বেশে সিএনজি অটোরিকশায় ওঠেন অভিযুক্তরা। এরপর ড্রাইভারকে ধারালো ছুরি দিয়ে খুন করার ভয় দেখিয়ে জোরপূর্বক সিএনজি নিয়ে পালিয়ে যান তারা। খোঁজ নিয়ে জানা গেছে, ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাপ্তাই সড়ক দিয়ে পালিয়ে যাচ্ছে এমন তথ্য আসে রাউজান থানা পুলিশের কাছে। এ সময় পুলিশ উপজেলার বাগোয়ান ইউনিয়নে রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়িসহ দুই আসামিকে গ্রেফতার করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী আরও দুজন পলাতক রয়েছে। তাদেরও আটকের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin