নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: মিরসরাইয়ে স্বরণকালের ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফেনী নদীতে পানি বেড়ে যাওয়ায় ও ভারি বৃষ্টির কারণে টানা প্রায় ৭দিন মানুষ পানিবন্দি থাকে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম বিভাগের জিওসি মো. মাইনুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর কয়েকটি দল ফেনী নদীর দক্ষিণ ও উত্তরাঞ্চলে (উপকূলীয় এলাকা) বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। তারা ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট নিয়ে এসব এলাকায় গিয়েয় ত্রাণ পৌঁছান।এছাড়া মিরসরাই উপজেলার বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিএসআরএম কারাখানা এলাকায় স্থাপন করা সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জিওসি মাইনুর রহমান। ফেনী নদীর উত্তর পাড়ের ফরহাদ নগর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দারা জানান, সেনাবাহিনী নিয়মিত তাদের এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধার যেমন কাজ করেছে পাশাপাশি নিয়মিত ত্রাণ পৌঁছায়। তারা এখন পুনর্বাসনে সরকারের সহযোগিতা পেতে চান।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin