নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গত ১৬'শ জনের মাঝে খাবার বিতরণ করেছে উন্নয়ন সংস্থা অপকা। শনিবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ, ধুম, দুর্গাপুর ইউনিয়নে বন্যায় পানিবন্ধি ৫৫০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার করেরহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর ও মিরসরাই সদর ইউনিয়নে পানিবন্ধি ২৫০ জনের মাঝে শুকনো খাবার এবং শুক্রবার দুপুরে করেরহাট, ওচমানপুর ইউনিয়নের ৮০০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় অপকা'র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর আলা উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সেনাবাহিনী মিরসরাই ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপকা'র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর বলেন, গত চারদিন যাবত মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্ধি হয়ে আছে। এতে করে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আমার ব্যক্তিগত ও অপকার পক্ষ থেকে ১৬'শ জনের মাঝে রান্না করা এবং শুকনো খাবার বিতরণ করেছি। আগামী সোমবার ফেনী জেলার বন্যাকবলিত মানুষের মাঝে খাবার বিতরণ করবো। সমাজের প্রত্যেক মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin