নিজস্ব প্রতিবেদক, মিরসরাইঃ মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে ফাহিম আহম্মেদ রাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাহেরপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাফি ওই এলাকার মো. রাসেলের পুত্র। নিহত রাফির চাচাতো ভাই মো. আরিফ বলেন, রবিবার দুপুরে পুকুরের ঘাটে খেলা করছিলো। হঠাৎ অসাবধানতা বসত পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরবর্তীতে পুকুরে রাফির পায়ের জুতা ভাসতে দেখে তার নিথর দেহ উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, রবিবার রাত ৯টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । ৩ ভাই-বোনের মধ্যে ফাহিম আহম্মেদ রাফি সবার ছোট। যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফাহিম জালাল বলেন, হাসপাতালে আনার আগের তার মৃত্যু হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin