

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রহমত-মাগফেরাত-নাজাতের মাস পবিত্র মাহে রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ও তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সার্বিক সহযোগিতায় এক স্বাগত র্যালি ১ মার্চ শনিবার সকালে নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া পথের হাট বাজারে শেষ হয়।
হাজারো ধর্মপ্রাণ মুসলমান জাতীয় পতাকা ও সাদা চাঁদ আর চার তারকা শোভিত ত্রিকোণাকার গাঢ় সবুজ পতাকা, রং-বেরঙের ফ্যাস্টুন, মাহে রমজানের স্বাগত ও পবিত্রতা রক্ষার আহবান সূচক শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এর আগে সকাল ৯টা হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার আওতাধীন ইউনিট শাখার নেতা- কর্মী ও সর্বস্তরের মুসলমান মাদ্রাসা চত্ত্বরে জমায়েত হয়। এসময় গাউসিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব জাহেদুল ইসলাম। উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু বক্কর সওদাগর। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন। স্বাগত র্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাষ্টার মুহাম্মদ জসিম উদ্দিনে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা শওকত হোসেন রেজভী, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা আজিজ উদ্দিন কাদেরী, গাউছিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
এসময় এটিএম নাছির উদ্দীন, শফিউল আলম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মহিউদ্দিন, মাওলানা বখতিয়ার, মাওলানা আবছার, মাওলানা নোমান, মাস্টার সাজ্জাদ হোসেন, আবু জাহেদ,নাঈমুর রহমান নয়নসহ আহবায়ক কমিটির সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে রোজা আসলে নিত্যপণ্যে মূল্য ছাড় দেয়া হলেও আমাদের দেশে ঠিক উল্টো। তিনি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে সাধারণ মুসলমানরা যাতে রোজা রাখতে পারেন, সেহেরি- ইফতার করতে পারেন, সেদিকে মানবিক দৃষ্টি কামনা করে এ একমাস অতিরিক্ত মোনাফা না করে ন্যায়্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সংযমের শিক্ষা গ্রহণের আহবান জানান।
