মাজার ভেঙে নয়, আউলীয়া কেরামদের প্রতি মহব্বতই এনে দিতে পারে শান্তি ও সম্প্রীতি–সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

Messenger creation 436D0307 F66C 4B26 B307 B5B1FFF91D7E

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, আউলীয়া কেরামদের মত ও পথই সঠিক পথ। মাজার ভেঙে নয়, বরং আউলীয়া কেরামদের প্রতি মহব্বতই এনে দিতে পারে শান্তি ও সম্প্রীতি। উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অলি, আউলীয়া, সূফী, সাধকদের হাত ধরেই। শুক্রবার (৪এপ্রিল) মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক:) ৮৯ তম শরীফে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। বাবা ভান্ডারীর ৮৯ তম ওরশে লাখ লাখ ভক্ত আশেখানের মিলনমেলা হয়েছে। শনিবার ওরশ শরীফের প্রধান ও শেষ দিবস। আখেরি মোনাজাত পরিচালনা করবেন, বাবাভাণ্ডারী’র( ক:) প্রভাব প্রপৌত্র, দরবারের সাজ্জাদানশীন ও মোন্তাজেম শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ওরশ শরীফকে কেন্দ্র করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডরীয়াসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises