নিজস্ব প্রতিবেদক, রাউজান : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়ক ও বজলুল রহমান সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আহলে সু'ন্নাত ওয়াল জামা'য়াত ও ইসলামী ছাত্র সেনা। সোমবার(৫মে) সকল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাস ষ্টেশন, রাউজান প্রেস ক্লাব থেকে মুন্সিরঘাটা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অপরদিকে চট্টগ্রাম কাপ্তাই সড়ক পাহাড়তলী থেকে নোয়াপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুপুর ১২ টার পর যানচলাচল স্বাভাবিক হয়। রাউজানে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্র সেনার নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল রাউজান সদরস্থ জলিল নগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি কে এম তাজুল ইসলাম আসিফ। যুবনেতা মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও পৌর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের আহবায়ক উপাধ্যক্ষ মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা নেছারুল হক, মাওলানা মনসুর উদ্দিন নেজামী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, হাসান মুরাদ ভাণ্ডারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, এম এ রায়হান, মাওলানা শফিউল আজম, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন প্রমুখ। অপরদিকে কাপ্তাই সড়কে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণ সভাপতি ইলিয়াস নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাসেম রজভী , যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রবিউল হোসেন সুমন,ছাত্র সেনা রাউজান দক্ষিণের সভাপতি কায়েস উদ্দিন, যুবসেনা নেতা আবদুল সত্তারসহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin