নিজস্ব প্রতিবেদক, রাউজান : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের এদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দামাল ছেলেরা। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের স্মরণে দিনটিতে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের কালো পতাকা ওড়ানো ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ প্রদানসহ নানা অনুষ্ঠানে মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, অর্থ-সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin