নিজস্ব প্রতিবেদক, রাউজান : ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবারের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মা.জি.আ) বলেছেন মহানবী হয়রত মুহাম্মদ (স.) পুরো মানবজাতির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। মহানবীর নামে কোন কটুক্তি শুধু ধর্মপ্রাণ মুসলমান নয় বরং কোন মানুষই সহ্য করতে পারে না। মহানবীর বিরুদ্ধে কটুক্তিকারী রামগিরি মহারাজের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কূটনৈতিক চ্যানেলে ভারতকে কড়া বার্তা দিতে আহবান জানান তিনি। শুক্রবার ২৭সেপ্টেম্বর রাতে রাউজান উত্তরসর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে বিশাল জসনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যাংকার এস এম ইয়াকুব। সংগঠক মোঃ মোশারফ হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মুফতি মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী। ত্বকরির করেন সহকারী অধ্যাক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা শামসুল আলম নঈমি। বক্তব্য রাখেন উপদেস্টা আলহাজ্ব মুহাম্মদ মুসা,মোঃ হারুন পাশা,মোঃ শফি,অনুষ্টান কমিটির আহবায়ক মাস্টার মোঃ আলি প্রমুখ। পরে মিলাদ কিয়াম শেষে আখেরী মুনাজাত করেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মা.জি.আ)।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin