বোয়ালখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

Messenger creation AD82E171 50ED 4B8D B201 4D8FD7451F46

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে বিরোধীয় জায়গ দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভ‚ক্তভোগী পরিবার। উপজেলার পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী ৭নম্বর ওয়ার্ডের আমির হামজা সওদাগরের বাড়িতে সম্প্রতি এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী ৭নম্বর ওয়ার্ডের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা আলী আব্বাস ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস লীজমুলে তিনশতক জায়গার মালিক হন। উক্ত জায়গার নামজারী খতিয়ান নম্বর-৪২৮৪ সৃজনপূর্বক খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখলে স্থিত ছিলেন।

বিভিন্ন সময় জায়গাটি দখলে নিতে চেষ্টা চালায় আমির হামজা সওদাগরের ওয়ারিশেরা। সর্বশেষ আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রশাসনের নীরবতার সুযোগে জায়গাটি দখলে নিয়ে ঘেরাবেড়া দেয় প্রতিপক্ষগণ। এঘটনায় আলী আব্বাসের স্ত্রী ফেরদৌস বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দেয়। কিন্তু থানা পুলিশ থেকে অভিযোগের বিষয়ে কোনো প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেন ফেরদৌস বেগম। অভিযোগে স্থানীয় আমির হামজা সওদাগরের ছেলে মোহাম্মদ ইউসুফ, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হানিফ কে অভিযুক্ত করা হয়।

Messenger creation C9B82739 5641 42D2 A29E 8FC5949F1CEA

উক্ত জায়গা নিয়ে প্রতিপক্ষ সরকারের বিরুদ্ধে ভ‚মি আপীল বোর্ড শাখা-৪-২৮/২০০৮ (বন্দো) রিভিউ চট্টগ্রাম, আদেশের তাং ২০/০৩/২০২৪ইং মূলে নামঞ্জুর হলে জায়গাটি জবর দখলের চেষ্টা চালায়। পরবর্তীতে আসামীপক্ষ প্রতিকারের আশায় পটিয়া সহকারি জজ আদালতে অপর ১০১/২০১৪ইং নং মোকদ্দমা দায়ের করিলে উক্ত মোকদ্দমায় বিগত ১০/০৮/২০২২ইং তারিখে দোতরফা শুনানী অন্তে আদালত একটি আদেশ দেন। সম্প্রতি সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হলে আসামীপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত ভ‚মি ভরাট করে গত ১৮/০৮/২০২২৪ইং তারিখে উক্ত ভূমিকে ভিটায় রূপান্তর করে।

জমির তপসীল-মৌজা-পশ্চিম গোমদন্ডী, উপজেলা/পৌরসভা-বোয়ালখালী, চট্টগ্রাম। আরএস খতিয়ান নম্বর-৩১৫৮, আরএস দাগ নম্বর-৪১২৭, বিএস খতিয়ান নম্বর-০১, বিএস দাগ নম্বর-২৪১৮, বন্দোবস্থ সূত্রে প্রাপ্ত জমি জায়গার পরিমাণ-০৩শতক।

উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান এবং জায়গাটি নিয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে সেক্ষেত্রে বিষয়টি আদালতের এখতিয়ারাধিন বলে জানান জানান তিনি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ