

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক লোকমান হাকিম(৭৮)আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ১০আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লার বাসায় ইন্তেকাল করেন।তিনি স্ত্রী,২ছেলে,২মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর কুমিল্লায় প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হয়। রাতে রাউজানের বাড়ীতে নিয়ে আসা হবে।১১ আগস্ট শুক্রবার বাদ মাগরিব রাউজান পৌর এলাকার সুলতানপুরের বাড়ীতে ২য় দফা জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, আমাদের সকলের বড় ভাই অধ্যাপক লোকমান হাকিম ১৯৪৫ সালের জানুয়ারী মাসে রাউজানে জম্ম গ্রহন করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সভাপতিও ছিলেন। চট্টগ্রাম সিটি কলেজ ও এনায়েত বাজার চট্টগ্রাম মহিলা কলেজে শিক্ষকতা করেন দীর্ঘদিন। ৭৬-৭৭সনে সোভিয়েত ইউনিয়নে সমবায় এর উপর ডিগ্রী অর্জন করেন কর্মবীর লোকমান হাকিম। পরবর্তী সময়ে জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা’প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে’ যোগ দেন। তিনি পেইজ ডেভলেমেন্ট সেন্টার নামে এনজিওতে নিয়োজিত থেকে গ্রামমুখী দরিদ্র জনগোষ্টির উন্নয়নে কাজ করেছেন আমৃত্যু। তিনি ১৯৭৩-৭৮ রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। লোকমান হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,সাধারণ সম্পাদক অধ্যাপক কপিল উদ্দিন চৌধুরী,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ সহআওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
