নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : মাইজভান্ডার রহমানীয়া মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম.জি.আ) বলেছেন, বিশ্বে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে আউলিয়ায়ে কেরাম এবং মাইজভাণ্ডারী সাধকদের চর্চিত প্রেমবাদকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানবতার রাজত্ব প্রতিষ্ঠা করাই আউলিয়ায়ে কেরামের মিশন। এ লক্ষ্যে সকল মাইজভান্ডারী আশেকানদের কাজ করতে হবে। বিশ্বের দরবারে সাম্য-সম্প্রীতি প্রতিষ্টায় তরিক্বত চর্চার বিকল্প নেই।তিনি সম্প্রতি ৭৫তম খোশরোজ শরীফের আলোচনা সভায় মাইজভান্ডার শাহী ময়দানে বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, মাইজভান্ডারী তরিকায় সাম্য-ভ্রাতৃত্ব ও মানবতা প্রতিষ্টার কথা বলা হয়েছে। এই তরিকার নির্ভিক প্রচারক সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক) আমাদের এই শিক্ষা দিয়েছেন। তাই সেভাবে আমাদেরও এই তরিক্বা চর্চায় নিজেকে সমর্পণ করা উচিত। তবেই আমরা সঠিক মাইজভান্ডারী তরিক্বার অনুসারী হতে পারব। মাওলানা মোঃ গোলাম মুস্তাফা শায়েস্তা খান আল আযহারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কুমিল্লা বুড়িচং আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাসনাত উল্লাহ ফারুকী মাইজভান্ডারী, মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি,মাওলানা দিদারুল আলম, মাওলানা জাকির হোসাইন মাইজভান্ডারী প্রমুখ।এসময় আরোও উপস্থিত ছিলেন, এম ইয়াকুব আলী মাইজভান্ডারি, আ.ফ.ম জামালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম সরকার, হোসেন শহীদ আলম মুজিব।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin