নিজস্ব প্রতিবেদক, রাউজান :বিদেশ যাওয়া স্বপ্ন পূরণ হলো না আবদুস কুদ্দুসের। ইচ্ছে ছিল মধ্যপ্রচ্যের দেশে চাকরী করে অর্থবৃত্তের মালিক হবে। বুকভরা স্বপ্ন নিয়ে নতুন পাসপোট বানাতে দিয়েছিল নগরীর মুনচুরাবাদ পাসপোট অফিসে। ১০ সেপ্টেম্বর ছিল পাসপোট ডেলিভারী দেওয়ার নির্ধারিত তারিখ। সেই স্বপ্নের পাসপোর্ট আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আবদুল ক্দ্দুুস (৩২) নামের এ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ জাফর সড়কের হাসান চৌধুরী প্রকাশ চেয়ারম্যান ঘাটায় যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা ও মুরগীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত আবদুল কুদ্দুস উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের নুরুল আবছারের ছেলে ও তিন সন্তানের জনক। প্রত্য¶দর্শীরা ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, চট্টগ্রাম নগরী থেকে পাসপোর্ট আনতে ঘর থেকে বের হন আবদুল কুদ্দুস। যাওয়ার পথে একটি দ্রুতগামী যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুরগীবাহী অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালকসহ আরও তিন জন গুরুতর আহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। হতাহদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইটি গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল কুদ্দুস তিন সন্তানের জনক। নিহতের পরিবার এ ব্যাপারে মামলা করতে আগ্রহী না হওয়ায় একটি সমঝোতার জন্য উভয় পক্ষকে ইউপি কার্যালয়ে ডাকা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমঝোর বৈঠক চলছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin