প্রেস বিজ্ঞপ্তি: মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত বলা হয়, পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অবশ্য আমি সৃষ্টি করেছি মানুষ কে সুন্দরতম অবয়বে। ( সুরা : তিন : আয়াত ৪:) আর, সৃষ্টি কুলের সব কিছু মানুষের অনুগত করে দিয়েছি এই প্রসংগে আল্লাহ তালা বলেন "মহান আল্লাহ সে সওা" যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন ( সুরা : বাকারা : আয়াত : ২৯), সুতরাং আল্লাহ প্রদও এই অধিকার যথাযথ ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সুন্দর পরিবেশ গড়ে তুলো মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম বৈশিষ্ট্য, আর যারা এই দায়িত্বের অবহেলা করে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে, পৃথিবীর সুন্দর পরিবেশ কলুষিত করে, মানুষে সাথে বিবাদ সৃষ্টি করে দেই, সমাজ, ধর্ম, সংগঠন, প্রতিটি সুন্দর স্থানে স্বার্থে নৈশী শক্তি প্রয়োগ করে মুলত তারা মানবতার শত্রু। পশুর চেয়ে ও জগন্য। তার জলন্ত দৃষ্টান্ত হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসরায়েল। তাদের পশুত্বের পরিচয়ের আচরণ বিধির সিমা এমন ভাবে লঙঘন করে যাচ্ছে আজকে বিশ্ব হতবাক হয়ে চেয়ে আছে। তাদের বুলেটের আঘাত এ ফিলিস্তিন বাসীর মাসুম বাচ্চারা পযন্ত রেহাই পাচ্ছে না, আজকে বিশ্ব মুসলিম নেতারা নিরবতা পালন করতেছে, যদিও আপন যায়গা থেকে দুই / একটি কথা বা যুদ্ধ বন্ধের সমঝোতা করার আহবান করে যাচ্ছে এরমধ্যে পুরা ফিলিস্তিন ও গাঁজা বাসিকে ধংসস্তুপে পরিনত করে দিচ্ছে। শুধু কি ? স্বার্থ , স্বার্থ কিসের? নেত্রীত্বের, পদের, স্থান দখলের, আজকে যেখানে বিশ্ব নেতাদের দরকার ছিলো ক্ষুধারথের পেটে আহার দেওয়া, ভূমিহীনদের মাতা গুচাবার ঠায় করে দেওয়া, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্তা করে দেওয়া,কিন্তু তা না করে আল্লাহর অপূর্ব সুন্দর সৃষ্টি মানুষ জাতি কে ধংস করে দিচ্ছে হাজার কোটি টাকার অস্ত্র বানিয়ে, পৃথিবী যা আয়ামে জাহেলিয়াতের যোগ কে ও হার মানিয়েছে, আল্লাহ পাক এই জালিমদের কে হেদায়েত দান করুন, ফিলিস্তিনের নিরীহ মজলুমদের জানমাল হেফাজত করুন, যারা মৃত্যু বরন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সার্বিক সুস্থতা কামনা করে ফিলিস্তিনি মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানালেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়া এয়াকুবদণ্ডী শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ মুরাদ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin