নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে বন্যার পানিতে ডুবে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাটের সাদি নগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সামি একই এলাকার অস্থায়ী বাসিন্দা আব্দুল হামিদের ছেলে বলে জানা যায়।জানা যায়, নিখোঁজ সামিসহ তিন শিশু দুপুরে বন্যার পানিতে দেখতে দিয়ে সড়ক দিয়ে পারাপার হওয়ার সময় তলিয়ে যায়। পরে বাকি দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করলেও সামিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে শান্তিরহাট বাজার পরিচালানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমরান বলেন, আমরা স্থানীয়ভাবে বাচ্চাটিকে এখনো উদ্ধার করতে পারিনি। তবে বেশি ভয়াবহ বন্যার পানি আসায় প্রশাসনের কারো সাহায্য নিতে পারিনি। গহিরা- হেয়াঁকো সড়কটি অতি বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin