ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠিত 

Messenger creation 1FBAE4A0 D7F3 4B7D AD39 6D3EFB24E163

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন কৃষকদলের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব আব্দুল মালেককে সভাপতি ও মো. শাহীন উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ১৩ মে (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম তালুকদার ও সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল এ কমিটি ঘোষণা করেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে মো. রফিকুল আলম, শামশুল আলম, ইলিয়াছ খোকন, আবুল বশর(বাবুল),  যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আশ্রাপ চৌধুরী, তাজুল ইসলাম, ডা. হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আলী রাজা তালুকদার ও অর্থ সম্পাদক মো. সাইফুদ্দিন দায়িত্ব পেয়েছেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ