নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : বৃহত্তর ফটিকছড়ি ভিত্তিক সামাজিক ও মানবিক কল্যাণ সংগঠন ‘ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ’-এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৭ মে (বুধবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। দুই পর্বের এ সভার প্রথম সেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি এস. এম নজরুল ইসলাম। দ্বিতীয় সেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক আলহাজ্ব হারুনুর রশিদ ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।ঘোষিত কমিটিতে মোঃ ইদ্রিছ চৌধুরীকে সভাপতি ও মো. কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খোরশেদুল আলম টিপু, সহ-সভাপতি চৌধুরী খালিদ বিন সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান আজাদ, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ আইয়ুব, সমাজ কল্যাণ সম্পাদক মুজিবুল হক,মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এডভোকেট মঈন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুন কুমার আচার্য্য বলাই এবং ধর্মীয় সম্পাদক মিনহাজ সিদ্দিকীকে মনোনীত করা হন। সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী বলেন, সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin