ফটিকছড়ির হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

Messenger creation B8F43E6A 8A79 4E84 8559 B8AE281807BF

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ির দাঁতমারা হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দাঁতমারা ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতি গ্রস্তদের হাতে এসব আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মোজাম্মেল হক চৌধুরী।এসময় দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) অঞ্জন চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হাকিম, কামাল উদ্দিন, মহিলা সদস্য মনোয়ারা বেগম, কুনছুমা বেগমসহ হেঁয়াকো বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এর আগে, ১৫ এপ্রিল গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে হেঁয়াকো বাজারে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়েছে। হেয়াকোঁ বাজারের চেয়ারম্যান রোডে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ