নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে আমতল এলাকায় গণসংযোগ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এরশাদ উল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি গাজী মো. বেলাল, পাইন্দং ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল আজিম মেম্বার, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রমজান আলী, ফটিকছড়ি পৌরসভা শ্রমিক কল্যাণ সভাপতি ইব্রাহিম খলিল, পাইন্দং ইউনিয়ন শ্রমিক কল্যাণ সহ-সভাপতি তাজুল ইসলাম মেম্বার, ফটিকছড়ি থানা শ্রমিক কল্যান নেতা আজম কন্ট্রাক্টর, শ্রমিক দায়িত্বশীল গাজি এনাম, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক নাঈম উদ্দিন, জামায়াত নেতা শহিদুর রহমান, মাওলানা আবু বকর, মহসিনুর রহমান, মাসুদুর রহমান প্রমুখ।কেন্দ্রীয় কর্মসূচি শেষে পাইন্দং গাউছিয়া মুঈনীয়া রজভীয়া এতিমখানা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এসময় গতকাল রাতে দাওয়াতি গণসংযোগ চলাকালে আশরাফাবাদ দরবার শরীফের মাওলানা শাহ আলম নঈমীর (বড় হুজুর) কর্তৃক ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের সাথে যা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে কোন ধরনের বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ শেষ করে ফিরে আসেন জামায়াতের নেতা-কর্মীরা। প্রতিবাদ সমাবেশে ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin