ফটিকছড়ির নারায়ণহাট ইউপি চেয়ারম্যানকে পুর্নবহাল চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ

Messenger creation 49679C80 CD15 46B3 9B06 AE9E1F060F4E

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে স্বপদে পুর্নবহাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণহাট বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দেয় বিক্ষোভ কারীরা। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ প্রধান সড়কে মানব বন্ধনে অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, আলাউদ্দিন, করিম, শফিসহ এলাকার বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, নির্লজ্জ ও বেহায়া আবু জাফর আওয়ামী লীগের দোসর বিগত ১৬ বছর আওয়ামী লীগের সাথে আতাঁত করে এলাকার লোকজনকে নানাভাবে জুলুম নির্যাতন, মামলা দিয়ে হয়রানী  করেন। এমন কোনো ঘৃনিত কাজ নেই যে তিনি করেননি। ফের তিন স্বপদে বহালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদবীর করছেন। আমরা এর তীব্র বিরোধীতা এবং প্রতিবাদ করছি । বক্তারা এসময় চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ও তার সাথে কাঁধে কাধ মিলিয়ে যারা বিগত সময়ে জুলুম নির্যাতন করেছেন তাদেরকে হুশিয়ারী করে বলেন, ‘এ জুলুমবাজ আবু জাফরের স্থান আর নারায়ণহাট ইউপিতে হবে না। সে যদি চেয়ারম্যানের পদে ফিরে আসতে চায় তাহলে তাকে প্রতিহত করা হবে। এছাড়াও বক্তারা তার বিগত সময়ের বিভিন্ন কার্যকালাপের জন্য তাকে নারায়নহাটবাসীর কাছে ক্ষমা চাওয়ার ঘোষনা দেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ