ফটিকছড়ির জাসাস নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন

Messenger creation A5359F37 82DE 418E 9406 933169AF31D2

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নারায়ণহাট ইউনিয়নের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে দুর্বৃত্তের আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জাসাস নেতারা।

সোমবার (৩ মার্চ) দুপুরে গহিরা-হেঁয়াকো সড়কের নারায়ণহাট যাত্রী ছাউনীর সামনে জাসাসের ফটিকছড়ি উপজেলার মোঃ হেলাল খাঁন সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এতে আনোয়ারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকের এ মানববন্ধন থেকে আওয়ামী দোসদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এসময় জাসাসের কাঞ্চননগর ইউনিয়ন আহ্বায়ক মোঃ আরিয়ান,সুয়াবিল ইউনিয়ন আহবায়ক মোঃ জমির,নারায়ণ হাট ইউনিয়ন আহবায়ক আনোয়ার, সদস্য সচিব আবু বক্কর, নারায়ণ হাট ইউনিয়ন যুবদল যুগ্ন আহবায়ক নরুল আবছার, স্থানীয় যুবদল নেতা বোরহান, হানিফ, জসিমসহ বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises