

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়িতে পাইন্দং ইউনিয়ন বিএনপির সম্মেলনের পরদিন পাল্টা সংবাদ সম্মেলন করে কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে দলটির একাংশ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলা সদর বিবিরহাটের একাংশের দলীয় কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে এ অনাস্থা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির একাংশের আহবায়ক আবু আজম তালুকদার ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম, বজল আহমদ, আবুল কালাম চৌধুরী, নাজিম উদ্দিন শাহিন, দৌলত মিয়া, সাহাবুদ্দিন প্রমুখ। ২৯ ডিসেম্বর (রোববার) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাইন্দং ইউনিয়ন বিএনপির যে কমিটি হয়েছে এটি অবৈধ ও ব্যক্তি বিশেষের পকেট কমিটি। ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত না করে সম্মেলন আয়েজন অন্যায় ও নিয়ম বহির্ভুত। রাতের আঁধারে সম্মেলনের নামে কমিটি গঠন ব্যক্তি বিশেষের ইচ্ছার প্রতিফলন ছাড়া আর কিছু নয়। গঠিত কমিটির সাথে তৃণমুলের কারো বিন্দুমাত্র সম্পর্ক নেই বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা বলেন, আমরা উর্ধ্বতন নেতৃবৃন্দকে তা অবহিত করেছি। নিশ্চয় তারা দক্ষ সাংগঠনিক নেতৃত্ব গঠনে কার্যকর ব্যবস্থা নিবেন। উল্লেখ্য- ফটিকছড়ি উপজেলা বিএনপিতে বাহার – আলমগীর নামে দুটি বলয় বিদ্যমান রয়েছে। গতকাল বাহার গ্রুপ দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করলে আলমগীরের অংশটি সম্মেলন বর্জন করে। যার ফলশ্রুতিতে নতুন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজন করে অনাস্থা জানানো হয়।
