
নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি : ফটিকছড়িতে প্রবাসীর উপর আওয়ামী লীগ নেতার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হেয়াকোঁ পুর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দাঁতমারা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পেয়ার আহমদ আফিফ প্রবাসী আমীর হোসেন (৩০) এর উপর এ হামলা করে বলে জানা গেছে। এসময় আমীর হোসেনের গায়ের কাপড় ছিড়ে ফেলে এবং আমীর হোসেনসহ দু’জন আহত হয়। আহত আমীর হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা পেয়ার আহমদ আফিফের চাচাত ভাই কামরুলের নিকট থেকে একটি জায়গা ক্রয় করেন তিনি। সেখানে বাড়ী নির্মাণ করতে গেলে গত কয়েকদিন ধরে আফিফ ও তার পরিবার বাধা প্রদানসহ নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। সন্ধ্যায় ক্রয়কৃত জায়গায় গেলে আফিফসহ তার লোকজন আমার উপর হামলা করে। স্থানীয়রা এসে সেখান থেকে আমাকে উদ্ধার করে।জানা যায়, এ ঘটনার পর পুলিশ গিয়ে আফিফকে আটক করে থানায় নিয়ে যায়। দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে আফিফকে থানায় নিয়ে আসা হয়েছে। আমীর হোসেনরাও তদন্ত কেন্দ্রে আছেন। মামলার প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানান, পেয়ার আহমদ আফিফ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার দাফট দেখিয়ে এলাকার লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছিল। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের গাড়ী বহরে হামলার আসামীও সে। এ মামলায় তাকে গ্রেফতার করা হলে জামিনে এসে আবারো এলাকায় স্থানীয় বাসিন্দাদের নানান মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সম্প্রতি সে জেল থেকে জামিনে এসে নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা কর্মীরা।