ফটিকছড়িতে দলিল জালিয়াতি : প্রতারক কারাগারে

Messenger creation D2A17D60 3F72 49AE B707 22CDFDC95418

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে জাল দলিল সৃষ্টি করে অন্যের জমি নিজের নামে করার অপরাধে মো. শফি (৬০) নামের এক প্রতারককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ মার্চ) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এসব অভিযোগে তাঁকে কারাগারে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবি মো. রিয়াদ উদ্দিন বলেন, ‘আসামী মো. শফি আদালতের কাছে জামিন পরবর্তী সময়ের আবেদন করলে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।’
আসামী মো. শফি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের কুতুব শাহ বাড়ির মৃত মোহাম্মদ হারুনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় এসব অপকর্ম করে বেড়াতেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। আদালত সূত্র জানায়, মো. শফি গত ১৯৭৭ সালের ৩০ অক্টোবর সম্পাদিত ২৭৫৬ নং দলিল, ১৯৮২ সালের ৩ মে সম্পাদিত ২৮৭ নং দলিল, ১৯৯৯ সালের ২৩ আগষ্ট সম্পাদিত ২৪৭৫ দলিল প্রতারণার আশ্রয় নিয়ে জালভাবে সৃষ্টি করেন। পরে বিএস নামজারি ০৪-২৮৬/২০১৬ মূলে ৬২৩৮ নং খতিয়ান সৃজন করেন। ২৪৭৫ নং দলিলে আসামি নিজেই অপর ব্যক্তির নাম পরিবর্তন করে এবং তফসিলে ঘষামাজা করে ১১১৫০ নং দাগ উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেন।
ভুক্তভোগী মো. আতাউল্লাহ বলেন, ‘প্রতারক শফি একজন শট, দুর্লোভী ও প্রবঞ্চনাকারী ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ এই সব জাল-জালিয়াতি ছাড়াও বিভিন্নভাবে এলাকায় সবাইকে ঝগড়া-বিবাদ, হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আমরা আদালতকে শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। বিজ্ঞ আদালত বিচার-বিশ্লেষণ করে প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই প্রতারকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।’
চট্টগ্রাম সদর আদালতের পুলিশ-পরিদর্শক মো. আশরাফ হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতের আদেশনামা পেয়ে আসামীকে পরোয়ানামুলে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises