নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: ফটিকছড়িতে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ জুন(শুক্রবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানা যায়, পাইন্দং ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কাঞ্চননগর রাবার বাগান (ডলু অংশে) এলাকায় সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: নুরুল হককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে অপরাধ স্বীকার করায় পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুসারে ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে কাঞ্চন নগর রাবার বাগানের ব্যবস্থাপক মো: আমানুল্লাহ আমান, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin