নিজস্ব প্রতিবেদক ফটিকছড়ি : ফটিকছড়ির সুন্দরপুরে আন্ত: ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সুন্দরপুর ডমিনেটর্সের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৯নং ওয়ার্ড একাদশ ৪নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক নুরুল আমিন সোহেলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম শহিদুল আজম। ফাইনাল খেলার উদ্ভোধন করেন জামায়াত ইসলামী ফটিকছড়ি শাখার যুব ও ক্রীড়া বিভাগের সহ-সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন নেজাম উদ্দিন, যুবনেতা আহসানুল করিম রাজন, নুরুল আবছার কোম্পানি, ব্যবসায়ী জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, গিয়াস উদ্দিন, মামুন চৌধুরী, মোবারক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফাহাদ, ফিরোজ, সবুজ, আব্দুল জব্বার, জাহেদ হাসান, রায়হান প্রমুখ। এসময় অতিথিরা বলেন জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে এবং খেলাধুলা করলে যুব সমাজ নেশাগ্রস্ত থেকে বিরত থাকবে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin