নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানের পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী মাষ্টার স্মৃতি স্মরণে রাত্রি কালীন প্রথম বারের মত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট বি.টি.পি কিং স্টারের আয়োজনে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোঃ শওকত হোসেন সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাহমুদ, ইউপি সদস্য মো: খালেদ, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম. রমজান আলী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ শফিউল আলম, আবু ইউছুপ (কালু)। উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, আবু তাহের, মুজিবুর রহমান, আবু ছৈয়দ, সিরাজুল ইসলাম, শাহ আলম, মুরাদ, মোহাম্মদ তারেক, ইমন, এমদাদ, মিনহাজ, অভি, রায়হান, ইদ্রিস, জুয়েল, ফরহাদ, শাহীন, ইমরান, আজাদ। ক্রীড়ায় অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুরাদ ও জুবায়েদ। ক্রীড়ায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে মরহুম আবু ছৈয়দ ক্রিকেট একাদশকে ৭৩ রানের টার্গেটে ১৭ রানে বদুপাড়া এনএসবি দল জয়ী হয়। এতে প্রত্যেক দলকে ম্যান অফ দ্যা ম্যাচ প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ান দলকে ১১ হাজার টাকা প্রাইজ ম্যানি ও রার্নাস আপকে ৫হাজার ৫শত টাকা প্রাইজ ম্যানি প্রদান করা হয়। ক্রীড়া শেষে বিজয়ী দলকে ট্রপি প্রদান করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin