পিকাপ ও সিএনজির সংঘর্ষে হাটহাজারীর এক ব্যক্তি নিহত

received 647494911454355

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

সুমন পল্লব,হাটহাজারী : হাটহাজারী পৌরসভার মাহবুবুর রহমান বাচ্চু (৪৯) নামের এক ব্যক্তি বেতবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউকালী-বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়ার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি অটোরিকসার যাত্রী ও চালকসহ ৫ জন নিহত হয়েছে। নিহত বাচ্চু হাটহাজারী পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ হামিদ আলী সওদাগর বাড়ির মরহুম আবু তৈয়ুবের ২য় পুত্র। জানা যায়, সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো থ ১১-৯১৭৩) করে যাত্রীরা বেতবুনিয়া থেকে চট্টগ্রাম আসার পথে চেয়ারম্যান পাড়া এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি গামী মালামাল বোঝাই পিকআপের (চট্টমেট্রো ন ১১-৬৮৯২) সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চুসহ তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এবং আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত তিন জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস ও জেকে হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর পিকআপের চালক পালিয়ে যায়। নিহত বাচ্চু দুই কন্যা সন্তানের পিতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন রাত ১০টায় পৌরসভার ‘হামিদিয়া রাহমানিয়া জামে মসজিদ’ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ