পাহাড় কর্তনের দায়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজকে ১৬ লাখ টাকা জরিমানা

received 1496866901720276

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,লামা: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ০৮ নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ১৬ লাখ টাকা জরিমানা নির্ধারণ পরিবেশ অধিদপ্তর এর বান্দরবান। মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় পরিবেশ অধিদপ্তর এর বান্দরবান কার্যালয়ের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ওই কোম্পানীকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।এদিকে স্থানীয়রা জানায়,”শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতির মাঝখানে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনে পরিবেশের চরম বিপর্যয়ের আশংকা” শিরোনামে এমন সংবাদ বিভিন্ন সংবাদ পত্র সহ প্রচার মাধ্যমে প্রচারের পর বিষয়টি নজরে আনে পরিবেশ অধিদপ্তর।লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারী খালে উৎপত্তিস্থলে আন্ধারীর আগায় পাহাড় কেটে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিশাল রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালি জন সাধারন এর কৃষি মৎস চাষ সহ দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র সুপেয় পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষনের আশঙ্কা ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ জনগন। পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন,সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ০৮ নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ