নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানের নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম এ ২০২৩ ও ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের এই সংবধনা প্রদান করা হয়। বদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফির সভাপতিত্বতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সামছুল আলম। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম। অভিভাবক সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার কাঞ্চন দাশ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়া উদ্দিন, চিত্ত রঞ্জন দে, নমিতা দেবি, হামিদা বেগম, জেসমিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin