নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান নোয়াপাড়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির নব নিযুক্ত সভাপতি রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় কালে বলেছেন, আমার দায়িত্ব হবে কলেজের শিক্ষার মানন্নোয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। কলেজের সর্বক্ষেত্রে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমাদের কাজ। তিনি ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ মিলানায়তনে এই মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির দাতা সদস্য শামশুল হুদা বাবু, সদস্য মোহাম্মদ এসকান্দর আলম, শিক্ষক প্রতিনিধি সেলিম আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin