নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শনি ও রবিবার দুইদিন ব্যাপি সালানা জলসা আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা কাজী মাহমুদুল হক আল কাদেরীর সভাপতিত্বে প্রথম দিবসে (খতমে কুরআনুল কারীম,খতমে ছহিহ বুখারী শরীফ,খতমে মাজমুওয়ায়ে সালাওয়াতে রাসুল (সাঃ) মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস সাবেক অধ্যক্ষ আল্লামা সোলায়মান আনসারী। দ্বিতীয় দিবসে মাহফিলে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ অছিয়র রহমান আল কাদেরী। অতিথি ছিলেন শাহজাদায়ে ইমাম শেরে বাংলা (রহ.) আলহাজ্ব সৈয়্যদ মোহাম্মদ বদরুল আলকাদেরী, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল, তাকরির করেন আহলে ছুন্নাত জামাত রাংগুনিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস হজরাতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী,চান্দগাও নজিরীয়া নঈমীয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খাইরুল আমিন চিশতী, মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপারঃ মাওলানা নঈমুদ্দীন হোসাইনি, মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুল হক আলকাদেরী। এসময় উপস্থিত ছিলেন,উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সালাম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইসলাম বাবুল,মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব কাজী নাজমুল হক, হাজী শাহ আলম,গাজী মুহাম্মদ ইউসুফ মিয়া,হাজী মুহাম্মদ ইদ্রিস,শাহনুর মেম্বার, সাবেক সহ সভাপতি ডাঃ মুহাম্মদ ইউনুছ মিয়া, ইউছুপ মেম্বার, মাওলানা আলী আজম, জহির উদ্দীন, মাষ্টার মুহাম্মদ ফয়সাল, ইন্জিনিয়ার আরফান,জানে আলম,খোরশেদ আলম,হাফজ কাজী ইনজে মামুল হক রেজা , ইন্জিনিয়ার সরজান হোসেন দিদার,আবু হাসনাত ইমন,সালা উদ্দীন,মুহাম্মদ নাজিম উদ্দিন,মাওলানা আমির হোসেন,আলহাজ্ব মাওলানা নেজাম উদ্দিন,প্রমূখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin