
এম কামাল উদ্দিন: রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন গাউছিয়া কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র শোহদায়ে কারবালা ও ইসলামের মহান সংস্কারক আল্লামা তৈয়ব শাহ (রহ.) স্মরণে ২ দিনব্যাপী ওরছ মোবারক মাহফিল গত শুক্রবার ও শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নোয়াপাড়ার গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচির প্রথম দিন ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, তারবিয়াতে নেসাবের উপর আলেম ওলামাদের নিয়ে প্রশিক্ষণ প্রধান করেন দাওয়াতে খায়র কেন্দ্রীয় পরিষদের প্রধান মুয়াল্লিম হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইমরান হাসান আলকাদেরী । ২য় দিবসের দাওয়াতে খায়র ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি অধ্যক্ষ সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আলকাদেরী।প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজভী। আলোচক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আল কাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাহেদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা (দঃ)’র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,অর্থ সম্পাদক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা সম্পাদক মাওলানা ফজল আকবর, তসলিম উদ্দিন, বেলাল হোসেন, হাবিবুল ইসলাম চৌধুরী, হানিফ চৌধুরী, মুহাম্মদ ইস্কান্দার, আমিরুল ইসলাম রকি। বক্তব্য রাখেন, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাফেজ আজিজ উদ্দিন, মাওলানা মহিউদ্দিন,জসিম উদ্দিন মেম্বার,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ ইউনুছআলম, আব্দুল আল মামুন, যুবাইদুল ইসলাম রাকিব,জসিম উদ্দিন, তানভীর হোসেন,নেজাম উদ্দীন,আবুল কালাম,রাশেদ,রায়হান,স ম নজরুল,নয়ন সিকদার,নাঈমুর রহমান,শফি,রাসেল প্রমুখ। সংগঠনের বিশেষ অবদানের জন্য তৈয়্যবিয়া ইমরান মিয়াজী, সিকদার বাড়ী,উত্তর কচুখাইন, মুকারদীঘির পাড়া,নিরামিশ পাড়া শাখাগুলোকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাহফিলে বক্তারা বলেন, এই উপমহাদেশে কোরআন-সুন্নাহর সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার-প্রসারে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর অবদান অনস্বীকার্য। রাসুলে পাক (দঃ)-এর পবিত্র এই বংশের উত্তরাধী কারীদের এ দেশে পদ চারনার মাধ্যমে সাধারন মুসলমান ইসলামের সঠিক পথটি খুঁজে পেয়েছে। তাই শাহেন শাহে সিরিকোট গাউছে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর দেখানো পথে জীবন পরিচালিত করলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে নিঃসন্দেহে। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত ও তারারুক বিতরণ করা হয়।