চট্টলা ডেস্ক : খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রথম আলোর দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি পলাশ বড়ুয়া (৪৫) মারা গেছেন। বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনরা জানিয়েছেন, গত সোমবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে সাংবাদিক পলাশ বড়ুয়া হঠাৎ হিটস্ট্রোক করেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের বিভাগীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সন্ধ্যার দিকে মারা যান তিনি।
মৃত্যুকালে সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পলাশ বড়ুয়া দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। ছিলেন একাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ক। উপজেলাবাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
মফস্বলে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত বছর খাগড়াছড়ি জেলা প্রশাসক থেকে প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়াও কর্মজীবনে অসংখ্য অর্জন, দায়িত্ববোধ ও মানবিক কাজের উদাহরণ রয়েছে তাঁর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পর পারিবারিকভাবে ধর্মীয় নিয়ম অনুসারে সমাধি দেয়া হবে।
সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে জেলা, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠনসহ সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin