নিজস্ব প্রতিবেদক : আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ চট্টগ্রামের চান্দগাও থানার পূর্ব বাকলিয়াস্থ দরবারে হাবিবিয়া শরীফের প্রতিষ্ঠাতা রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরাতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ৫৬ তম ১৪ ব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পহেলা রবিউল আউয়াল হতে ১৪ রবিউল আউয়াল (৫ সেপ্টেম্বর হতে ১৮ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় দরবারে হাবিবিয়া শরীফে আনজুমানে হাবিবিয়া ইখওয়ানে তরিকত বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উক্ত ১৪ দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের সমাপনী দিবসের সভাপতিত্ব করেন দরবারে হাবিবিয়া শরীফের সাজ্জাদানশীন সেজ শাহজাদা শাহসূফি ডাঃ সৈয়দ মুহাম্মদ শামসুদ্দিন হাবিবি (মাদ্দাজিল্লুহুল আলি)। মুহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় সমাপনী দিবসে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবিয়া দরবার শরীফের খলিফা হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম ফারুকী। প্রধান আলোচক ছিলেন আহমদিয়া করিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ মঈনুদ্দিন খান আল মামুন আলকাদেরী, চট্টগ্রাম ইসলামিক রিসার্চ সেন্টারের মহা পরিচালক শাইখ সৈয়দ মুহাম্মদ জাহিদ কাদেরী, ফকিরা শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ গোলাম মহিউদ্দিন সিদ্দিকী, হাবিবিয়া দরবার শরীফের খলিফা হজরত মাওলানা মুহাম্মদ মমতাজ উদ্দিন হোসাইনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দেশ-বরেণ্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং সুফি সাধকরা এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন ঈদ এ মিলাদুন্নবী আল্লাহ পাক কর্তৃক প্রদানকৃত মানবজাতির জন্য এক অনন্য নিয়ামত যা রাহমাতুল্লিল আলামীন’র শুভ আগমনের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত এর সমাপ্তি ঘঠে। ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ঠ্র প্রতিষ্ঠায় রাসুলে পাক (দ.) আদর্শের বিকল্প নাই । মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের সমাপ্ত হয় । দেশ জাতি , হুজুর কেবলার ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারে হাবিবিয়া শরীফের সেজ শাহজাদা সাজ্জাদানশীন পীরজাদা শাহসূফি ডাঃ সৈয়দ মুহাম্মদ শামসুদ্দিন হাবিবি (মাদ্দাজিল্লুহুল আলি)।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin