নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাসুলুল্লাহ (সা:)কে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে শুক্রবার (৪ অক্টোবর ) রাউজানের নোয়াপাড়া পথেরহাট চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখা। হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার শাখার প্রধান উপদেষ্ঠা আল্লামা শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান হেফাজত ইসলাম বাংলাদেশের সভাপতি কেএম আলমগীর মাসুদ। এসময় প্রধান অতিথি বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় তিনি মহান আল্লাহ, প্রিয় রাসূল সা. ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রনয়ণের জন্যেও সরকারের নিকট জোর দাবি জানান। মাওলানা কেফায়েতুল্লাহ ও মোঃ মনছুর আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেফাজত ইসলামের রাউজান উপজেলার মহাসচিব মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুল গফুর, মাওলানা শহিদুল্লাহ মাওলানা রিদুখানুল হক, মাওলানা মহিউদ্দীন, মাওলানা উসমান, মাওলানা খোরশেদ, এসময় উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন, মোঃ হারুন মাস্টার, মাওলানা ইব্রাহিম, মাওলানা আবু বক্কর, প্রবাসী ব্যবসায়ী সরওয়ার রানা প্রমুখ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক - ছাত্র ও হাজারো মুসল্লীগন সমাবেশ ও মিছিলে অংশ নেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin