নিজস্ব প্রতিবেদক, রাউজান : বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের নির্দেশে দক্ষিণ রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের অস্থায়ী বিএনপির কার্য্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। এসময় বক্তারা বলেন, গোলাম আকবর খোন্দকারের নির্দেশ রাউজানে যে সমস্ত সন্ত্রাসী ঘটনা হচ্ছে তার সাথে কোন সম্পর্ক নেই। সেই যে দলের হোক যাকে সমর্থন দিক তা কিছু আসে যায় না,কারণ রাউজানের মানুষ জানে গোলাম আকবর খোন্দকার একজন সৎ ব্যক্তি। তারকাছে কোন সন্ত্রাসীর স্থান নেই। ডাকাতের কাজ ডাকাতি করা। সেই কোন দলের কর্মী হোক ডাকাত কোনদিন কর্মী হতে পারেনা। দলীয় নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে রাউজান কোন প্রকার সন্ত্রাসী ও চাঁদাবাজী না হয়,মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার আহবান জানান। পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান জনির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিএম মোর্শেদ চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক এন এ বাবুল, জেলা যুবদলের সহ সম্পাদক মো. সরোয়ার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, যুগ্ম আহ্বায়ক অমলেন্দু শীল, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুল আলম, নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শরাফত উল্লাহ বাবুল,উপজেলা কৃষক দলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু সাইদ,উরকিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সওদাগর,সাধারণ সম্পাদক শেখ নাজিম,নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,পাহাড়তলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ওয়াসিম উদ্দিন, পৌরসভা যুবদলের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, নোয়াপাড়া যুবদলের আহবায়ক শাকিল ইসলাম, তপন বড়ুয়া, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত রাকিব, সাজ্জাদ হোসেন, টিটু মুন্না, মিজানুর রহমান, জামাল হোসেন, নাজিম উদ্দিন, লিটন, সাহেদ, রুবেল, রিপন, মাহিন, মহিউদ্দিন জনি, রাব্বি, হায়দার প্রমুখ।এসময় আরো বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আগত শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin