এম কামাল উদ্দিন : দঃ রাউজান বাবুর্চি সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৪ নভেম্বর (মঙ্গলবার ) ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল নোয়াপাড়া খায়েজ আহমেদ শপিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম বাবুর্চির সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন মুহাম্মদ ফুল মিয়া বাবুর্চি । সংগঠনের সদস্য ওয়াসিম বাবুর্চি ও জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কাদেরিয়া সুলতানিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি নেজাম উদ্দিন নেজামী আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী পৌরসভা জামে মসজিদের খতিব হযরাতুল আল্লামা হাফেজ শোয়াইবুল ইসলাম আলকাদেরী । বিশেষ বক্তা ছিলেন মৌলভীপুর পাড় কাদেরিয়া মজিদিয়া জামে মসজিদের খতিব শায়েরন আল্লামা মাহমুদুল হক আলকাদেরী । মাওলানা মহিউদ্দিন কাদেরী, মুহাম্মদ হাসেম বাবুর্চি, মুহাম্মদ ইউনুস বাবুর্চি, লোকমান বাবুর্চি, ইয়াকুব বাবুর্চি, শফি বাবুর্চি, শুক্কুর বাবুর্চী,আবু বক্কর বাবুর্চি, মনজু বাবুর্চি হোসেন বাবুর্চি, সাইফুল বাবুর্চীসহ অসংখ্য উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মাহফিলে বক্তারা বলেন, ঈমানের সঙ্গে যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানের ওপর অটল অবিচল থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। উম্মতে মোহাম্মদির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান জামাত হলো সাহাবায়ে কেরাম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সঙ্গ ও সান্নিধ্য লাভের বরকতে তাঁরা সকল প্রকার মলিনতা থেকে ছিলেন মুক্ত। শেষে মিলাদ কিয়াম মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin