নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সাফলঙ্গা দায়রা শাখার উদ্যোগে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে। বুধবার (১৪মে) সকাল ৯ টায় রাউজান উপজেলা সদরের বিভিন্ন স্থানে হক কমিটির কর্মীরা দাঁড়িয়ে সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের এই লেবুর ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত পান করান। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, নাজিম উদ্দীন, মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী, যুবদল নেতা তৈয়ব সুলতান, সংগঠনের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী মানিক, যুবদল নেতা আবু বক্কর, যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আলম, ডাক্তার শংকর দে প্রমুখ। শেষে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin