
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটিতে বিএনপির ত্যাগী, কারা নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। আওয়ামী স্বৈরাচারী হাসিনার দোসরদের স্থান দিয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা কমিটিতে জামায়াতের লোকজনকে স্থান দিয়ে কিসের পায়তারা করছে বিএনপির ত্যাগী নেতারা তা বুঝে গেছে। ত্যাগী নেতারা তাদের সেই অপকৌশল সফল হতে দেবেনা।
২৫ এপ্রিল বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিটি সেন্টারে জাতীয়তাবাদী দল বিএনপিও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আজকের স্বরণসভা ফটিকছড়ি প্রবীণ প্রয়াত ত্যাগী নেতাদের সম্মান দিতে আয়োজন করা হচ্ছে। উপজেলা বিএনপির তাদের কখনো সম্মানিত করতে পারেনি।
বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল আলম আযাদকে স্বরণ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউজে খুন করে সেনা কর্মকর্তা জেনারেল মঞ্জু ফটিকছড়ির উপর দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেদিন খুনি মঞ্জুকে ফটিকছড়ির খৈয়াছড়া চা বাগান থেকে আটক করেছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল আলম আযাদ।
ফটিকছড়িতে সাবেক উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, বিএনপির বিভাগীয় সাবেক আহবায়ক ক্যাপ্টেন এন এন ছাফা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আফছার আহমেদ চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুন আবছার চৌধুরী পাখি, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আজাদসহ উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের স্মরণ সভা উত্তর জেলা বিএনপি নেতা আরোও বলেন, অন্তর্বর্তিকালিন সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। দেশের সাধারন মানুষ নির্বাচন দেখতে চায়। দীর্ঘ সময় এ দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছিল। তারা ভোট বঞ্চিত ছিল। এ সরকারের নিকট অচিরেই নির্বাচন দিতে আহবান জানাচ্ছি। সেই নির্বাচনে এদেশের জনগন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দিবে। তাই নতুন করে দেশে পলাতক স্বৈরাচারের সৃষ্টি হওয়া সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম আবু মনসুর ও এস এম জালাল উদ্দিনর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ফরিদুল আলম চেয়ারম্যান, আবু তাহের সিদ্দিকী, মহিন উদ্দিন আজম তালুকদার, বদিউল আলম তালুকদার, শহিদুল আজম চেয়ারম্যান, মহিব উল্লাহ বাহার, আবু আজম তালুকদার, মো. এমরান হোসেন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. জয়নাল, নুরুল ইসলাম মেম্বার, নাজিম উদ্দীন বাচ্চুসহ অনেকে।