নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং এ.এস.সি.ই স্টুডেন্ট চাপ্টার, চুয়েট এর সহযোগিতায় "এক্সপ্লোরিং ফায়ার সেফটি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২রা নভেম্বর বৃহস্পতিবার বিকালে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। উক্ত সেমিনারে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ প্রকৌশলী একেএম মনোয়ারুল হুদা এবং প্রকৌশলী দেলওয়ার হোসাইন। এ সময় পুরকৌশল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।এ.এস.সি.ই স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি জুশান আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মুমতাহিনা আলমের যৌথ সঞ্চালনায় পুরকৌশল বিভাগের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সেমিনারে বক্তারা অগ্নি সম্পর্কিত ধাপ, নিয়ম, আইন, ঐতিহাসিক অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দিক আলোচনা করেন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin