নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ (দক্ষিণ-মধ্যম) শাখার আয়োজনে সালানা ওরস মাদ্রাসার হলরুমে শনিবার (৬ জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে। শাহসুফি আল্লামা কজাজা আবদুর রহমান চৌহরভী (রহ:) ও আল্লামা সৈয়্যদ আহমদ শাহ আহমফ সিরিকোটি (রহ:) ও ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর সালানা ওরস উপলক্ষে এই আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল এর সভাপতি মো. ইকবাল হোসেন সিকদার। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য আব্দুল মোনাফ সিকদার। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের যুগ্ম-মহাসচিব এ্যাড. মোসাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া রিসার্চ সেন্টারের পরিচালক ও গবেষক মাওলানা আবুল হাশেম আল কাদেরী। অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জমির হোসেন মাস্টার, রাঙ্গুনিয়া দক্ষিণ-মধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin