নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের মোহরার কাপ্তাই রাস্তা মাথায় ফোনে কথা বলার সময় রেলের ধাক্কায় আহত বিপ্লব কান্তি সিংহ (৪৪) নামের এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান,কাপ্তাই রাস্তার মাথায় পাবলিক টয়লেটের সামনে ট্রেনের ধাক্কায় বিপ্লব কান্তি সিংহ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।নিহত বিপ্লব কান্তি সিংহ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ডাবুয়া গ্রামের ভট্টপাড়ার মৃত অনিল কান্তি সিংহের পুত্র। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। উপজেলার পাহাড়তলী চৌমুহনী জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় তার চেম্বার রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াই টায় তার গ্রামের শ্মশানে মরদেহের সৎকার সম্পন্ন করা হয়। এই পূর্বে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাত ১০ টায় তার মরদেহ হাসপাতাল হতে গ্রামের বাড়িতে আনা হয়। এই সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।নিহতের প্রতিবেশী ইঞ্জিনিয়ার রানা ভট্টাচার্য দৈনিক ইত্তেফাককে বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম শহর হতে পাহাড়তলী চেম্বারে আসার উদ্দেশ্য গাড়িতে উঠার পূর্বে প্রস্রাব করার জন্য ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন পেছন থেকে আসা রেলের ধাক্কা লেগে রেললাইনের পাশে থাকা খুটিতে আছড়ে পড়েন। এতে তার মাথা ফেটে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দন্ত চিকিৎসক বিপ্লব সিংহের স্ত্রী ও তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অনুশ্রী সিংহ নামে এক কন্য সন্তান রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তার গ্রাম ছাড়াও তার কর্মস্থল পাহাড়তলী চৌমুহনীতে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin