চট্টলা ডেস্ক:- চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায়। এবারের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।
গত মঙ্গলবার জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রামের ক犀利士
েন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এখানে দুইটি জামাত অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের সুবিধার্থে ১৫০টি ফ্যান ও সামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin